0% INTEREST EMI

প্রশ্নঃ 0% ইন্টারেস্ট EMI কি?

উত্তরঃ ৩১টি নির্ধারিত ব্যাংক এর ক্রেডিট কার্ড হোল্ডারদের এর জন্য ইএমআই প্রযোজ্য সেক্ষেত্রে সর্বনিম্ন ৯৫০০ টাকার শপিং এমাউন্ট হতে হবে। ডাউন পেমেন্ট হবে সম্পূর্ণ টাকাই। মোট মূল্য আপনার ক্রেডিট কার্ডের লিমিট থেকেই কেটে নেওয়া হবে এর পরে আপনি -৩৬ মাস (আপনার ব্যাংক এবং শপিং এর পরিমাণের উপর নির্ভরশীল) ইএমআই কিস্তি ব্যাংকে প্রদান করবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন।

প্রশ্নঃ: কত মাস পর্যন্ত 0% ইন্টারেস্ট EMI করা যাবে ?

উত্তরঃ 0% ইন্টারেস্ট EMI নির্ভর করে আপনার মোট শপিং এমাউন্ট এর পরিমানের উপর। বিস্তারিত জানতে আমদের কাস্টমার কেয়ার নাম্বারে কল করুনঃ +88 01743-724635

প্রশ্নঃ আমি কি দিয়ে ইন্টারেস্ট দিয়ে যতদিন ইচ্ছা এম আই গ্রহন করতে পারবো?

উত্তরঃ  আপনি ইন্টারেস্ট দিয়ে সর্বনিম্ন ৯৫০০ থেকে যেকোনো এমাউন্ট -৩৬ মাস পর্যন্ত এম আই গ্রহন করতে পারেন তবে সেটা অবশ্যই আপনার ব্যাংকের অনুমোদন এবং শপিং এমাউন্ট এর উপর নির্ভর করে।

প্রশ্নঃ ইন্টারেস্ট পরিমান কত?

উত্তরঃ ইন্টারেস্ট ফ্রী পিরিয়ড পার হবার পর  আনুমানিক মাসে 1% হারে ইন্টারেস্ট আসবে আর টোটাল ইন্টারেস্ট একবারে দিতে হবে। ওয়েবসাইটে পেমেন্ট করার সময় মোট ইন্টারেস্ট এমাউন্ট দেখাবে।

প্রশ্নঃ আপনাদের ওয়েবসাইটে পেমেন্ট করার সময় ইন্টারেস্ট দেখাচ্ছে তাইলে 0% ইন্টারেস্ট কিভাবে গ্রহন করব।

উত্তরঃ 0% ইন্টারেস্ট এর জন্য আমদের কাস্টমার কেয়ার নাম্বারে কল করুনঃ +88 01743-724635

প্রশ্নঃ কিভাবে এম আই পেমেন্ট করা যায়? আমাকে কি আপনাদের অফিসে যাওয়া লাগবে এম আই পেমেন্ট এর জন্য?

উত্তরঃ আমরা SSL COMMERZ এর মাধ্যমে ডিজিটাল এম আই গ্রহন করে থাকি, আমাদের ওয়েব সাইটের পেমেন্ট লিঙ্কের মাধ্যমে আপনি খুব সহজেই স্মার্ট ফোন দিয়ে পেমেন্ট এবং সাথে EMI করতে পারবেন।

প্রশ্নঃ কোন ব্যাংক গুলো এম আই পেমেন্ট নেয়? আপনি কি আমাকে ব্যাংকগুলোর লিস্ট দিতে পারবেন?

উত্তরঃ নিম্নের ৩১ টি ব্যাংক লিস্ট দেওয়া হল যারা এম আই গ্রহন করে সেটা অবশ্যই ক্রেডিট কার্ড হতে হবে।  

AB BANK LIMITED

AL-ARAFAH ISLAMI BANK LIMITED

BANK ASIA LIMITED

BRAC BANK LIMITED

CITY BANK LIMITED

DHAKA BANK LIMITED

DUTCH BANGLA BANK

EASTERN BANK

EXIM BANK

JAMUNA BANK

LANKABANGLA FINANCEF

MERCANTILE BANK

MUTUAL TRUST BANK

NCC BANK

ONE BANK

PREMIER BANK

PRIME BANK

PUBALI BANK LTD

SHAHJALAL ISLAMI BANK

SOUTHEAST BANK

STANDARD BANK

STANDARD CHARTERED BANK

UNITED COMMERCIAL BANK

TRUST BANK LTD

MODHUMOTI BANK LIMITED

NRB COMMERCIAL BANK LTD

NRB Bank Limited

Meghna Bank Limited

SBAC Bank

Midland Bank Ltd

Community Bank Bangladesh Limited